এসইও(SEO) কি or What is Search Engine Optimization (SEO)
এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। আমরা যেকোনো কিছু লিখে গুগলে সার্চ দিলে দেখা যাবে অনেক পরিমানে ফলাফল পাওয়া যায় এর মধ্যে প্রথম ২/৩ পেজে যে সাইট গুলো আমরা পাই সেগুলোই আমরা দেখে থাকি। এটাই হল এসইও মানে সাইটে এসইও করলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে আগে নিয়ে আসবে আগে থেকলে ভিজিটররা বেশি দেখবে। এটাই মূলত এসইও র কাজ।
ভুল ধারনাঃ
অনেকে এসইও বলতে গুগল অ্যাডওয়ার্ড (Google Adwords ) কে বুঝে। আসলে এটা কোন এসইও র মধ্যে পরে না। গুগল অ্যাডওয়ার্ড (Google Adwords ) বলতে গুগলকে টাকা দিয়ে অ্যাড এর জায়গা কেনা। মানে আপনি যদি গুগল অ্যাডওয়ার্ড (Google Adwords ) নেন তবে আপনার বাছাইকৃত কীওয়ার্ড দিয়ে যদি সার্চ দেওয়া হয় তবে আপনার সাইটের লিঙ্ক প্রথমে দেখাবে। নিচের ছবির মত।
0 comments:
Post a Comment